Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২০, ০৫:০২ পিএম
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড

ঢাকা : মঙ্গলবার দেশটিতে আরোও ৪৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারি শুরুর পর এটিই সেখানে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড। 

এদিকে, করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ না নিলে খুব শিগগিরই আক্রান্তের সংখ্যা এর দ্বিগুণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্তনি ফাউচি।

এই মহামারীর প্রকোপে যেসব রাজ্যে বেশি সেসব রাজ্যগুলোর প্রধান ও শহরগুলোর কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় দেশজুড়ে লাখ লাখ লোক চাকরি হারায়।

বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের হালনাগাদ তথ্যানুযায়ী, করোনায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার ৯৯৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ১২৩ জন। সূত্র: রয়টার্স

আগামীনিউজ/এসপি


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে