Dr. Neem on Daraz
Victory Day

করোনায় অ্যান্টিবায়োটিক প্রয়োগে বাড়বে মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২০, ১১:৪৫ এএম
করোনায় অ্যান্টিবায়োটিক প্রয়োগে বাড়বে মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্ব মহামারি করোনাভাইরাস মোকাবেলায় অ্যান্টিবায়োটিকের ক্রমবর্ধমান ব্যবহার ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে আর চূড়ান্তভাবে এর ফলে এই সংকটের সময়ে এবং তার পরেও বহু মানুষের মৃত্যু হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

স্থানীয় সময়  সোমবার (০১ জুন) সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া সেগুলোর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রতিরোধ করতে সক্ষম হয়ে উঠছে। আর করোনা মহামারির সময়ে অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার এই প্রবণতা আরো বাড়িয়ে দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। খবর: গার্ডিয়ানের 

ডব্লিউএইচও’র মতে,  করোনায় আক্রান্ত খুব কম রোগীর ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক প্রয়োগের দরকার পরে। কাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে এ ব্যাপারে একটি নির্দেশনাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে।

ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতাকে প্রতিরোধ করা বর্তমান সময়ের অন্যতম জরুরি চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তেদ্রোস আধানম- ‘এটা পরিষ্কার যে, বিশ্ব অ্যান্টিবায়োটিক ওষুধের গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষমতা হারিয়ে ফেলছে।’ 

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও বেড়ে চলছে। মোট মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ৬২ লাখ।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (০২ জুন) সকাল ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৫০০। দেশ হিসেবে মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৫ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাজ্য, ৩৯ হাজার ছাড়িয়েছে।ইতালি আছে তৃতীয়স্থানে ৩৩ হাজার ৪০০ মৃত্যু নিয়ে। চতুর্থস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৩০ হাজার ছুঁই ছুঁই।পঞ্চমস্থানে থাকা ফ্রান্সে মৃত্যু ২৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে