Dr. Neem on Daraz
Victory Day

করোনার ছোবলে পশ্চিমবঙ্গে নারীসহ আরো ২ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ১০:০২ এএম
করোনার ছোবলে পশ্চিমবঙ্গে নারীসহ আরো ২ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে লকডাউনের চিত্র

ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। আক্রান্তের সংখ্যাও ২২ থেকে বেড়ে ২৫ হয়েছে। মৃত দুজনের একজন নারী। এই প্রথম রাজ্যে কোনো নারী করোনায় প্রাণ হারালেন।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন কালিম্পংয়ের ওই নারীর (৪৪) অবস্থা সঙ্কটজনক ছিল। রোববার গভীর রাতে তার মৃত্যু হয়। পরে মৃতদেহ নিয়ে যেতে আপত্তি করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অ্যাম্বুল্যান্স চালকেরা। কোন শ্মশানে দাহ হবে, তা নিয়েও শুরু হয় জটিলতা। জেলা প্রশাসন শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানে দাহ করতে চেয়েছিল। কিন্তু আপত্তি তোলে পৌর কর্তৃপক্ষ। শেষে শহরের বাইরের একটি শ্মশানে দাহ করা হয়।

মৃত অপর ব্যক্তি মাঝবয়সী। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির লালারস পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার আগেই সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। সূত্র: আনন্দবাজার পত্রিকা 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে