Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গভ্যাক্সের ট্রায়াল নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০৯:০৩ পিএম
বঙ্গভ্যাক্সের ট্রায়াল নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকাঃ দীর্ঘ অপেক্ষার পর গতকাল রোববার (১৭ জুলাই) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স। এর আগে গত বছরের ২৩ নভেম্বর একই বিষয়ে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমতি পেয়েছিল তারা। এ দীর্ঘসূত্রিতার বিষয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার জননিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রশাসনিক দায়িত্ব পালন করে। এ ধরনের বিষয়গুলো বিএমআরসি ও ওষুধ প্রশাসন অধিদফতর সিদ্ধান্ত দেয়। অপরদিকে স্বাস্থ্য ডিজি বলেন, এটি একটি বৈজ্ঞানিক বিষয়। হিউমেন ট্রায়ালসহ বিভিন্ন বিষয়ে কতদিন লাগবে তা বিশেষজ্ঞরা বলতে পারবেন।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে চলমান ভ্যাকসিন কার্যক্রমসহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যের দুই কর্তা ব্যক্তি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গভ্যাক্স আমাদের দেশীয় একটা কোম্পানি, উৎপাদনের চেষ্টা করছে। তারা অনেকটা এগিয়েও গেছে। আমরা সর্বদায় দেশীয় প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকি, যেন তারা ভ্যাকসিন উৎপাদনের মতো কাজে এগিয়ে আসে। ভ্যাকসিন উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কিছু গাইডলাইন আছে। এগুলো অনুসরণ করে তাদের ভ্যাকসিন উৎপাদন করতে হয়। আমাদের দেশীয় কিছু সংস্থা রয়েছে, তাদের অনুমোদনের প্রয়োজন হয়। তারা এখন পর্যন্ত বেশ কিছু সংস্থার অনুমোদন পেয়েছে। সর্বশেষ তারা বিএমআরসি ও ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন পেয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’

জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু বঙ্গভ্যাক্স এবার মানবদেহে প্রয়োগ করা হবে, তাই আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে জনগণের নিরাপত্তা। ট্রায়ালের মাধ্যমে যেন কোনো মানুষের ক্ষতি না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব। এমন কোনো জিনিস আমরা মানবদেহে প্রয়োগ করতে দেবো না যাতে মানুষের ক্ষতি হয়। এ বিষয়ে শতভাগ নিশ্চিত হতে হবে। এর নিশ্চয়তা ও প্রমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই দিতে হবে। তারপর তারা তা প্রয়োগ করার অনুমতি পাবে।’

মন্ত্রী বলেন, ‘বিশ্বের মাত্র কয়েকটি দেশ টিকা উৎপাদন করে। আমেরিকা, চীন, যুক্তরাজ্যের মতো কয়েকটি বড় দেশ ছাড়া আর তেমন কোনো দেশ এ ধরনের টিকা উৎপাদন করে না। তাই সব কিছু নিশ্চিত হয়েই ধাপে ধাপে তাদের অনুমোদন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রশাসনিক দায়িত্ব পালন করে। আমরা তো বিজ্ঞানী কিংবা এক্সপার্ট না। আমাদের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান রয়েছেন, যেমন বিএমআরসি, ঔষধ প্রশাসন। তাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত নির্ভর করবে। তারা সার্টিফাইড করলে তখন আমরা প্রশাসনিক সিদ্ধান্ত নেব।’

স্বাস্থ্যের ডিজি বলেন, ‘বঙ্গভ্যাক্স উৎপাদনের জন্য গ্লোব বায়োটেক সংশ্লিষ্টদের কাছে আবেদন করেছিল। তারা বিএমআরসি ও সর্বশেষ ঔষধ প্রশাসন অধিদফতরের থেকে মানবদেহে প্রয়োগের অনুমোদন পেয়েছে। এখন তারা ট্রায়াল চালাতে পারবে। এই ট্রায়াল জনগণের কোন গ্রুপের ওপর পরিচালিত হবে, কোন হাসপাতালে করবে, এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি।’

সময় বেশি লাগা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি বৈজ্ঞানিক বিষয়। হিউমেন ট্রায়াল করতে কতদিন লাগবে, এজন্য কতদিন অপেক্ষা করতে হবে তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমার পক্ষে সুনির্দিষ্ট সময় বলা সম্ভব নয়।’

এর আগে ঔষধ প্রশাসন অধিদফতর অনুমোদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ‘ঔষুধ প্রশাসন অধিদফতর অনুমোদনের বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

এ বিষয়ে বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়াল গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব জানিয়েছেন, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্স। ৬০ জনকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই টিকার ট্রায়াল শুরু হবে।

গ্লোব বায়োটেক লিমিটেড ২০২০ সালের ২ জুলাই দেশে প্রথমবারের মতো করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয়। এর প্রায় সাড়ে তিন মাসের মাথায় ১৫ অক্টোবর তাদের তিনটি টিকাকে অনুমোদনপ্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের সর্বোচ্চ তিনটি টিকা অনুমোদনপ্রার্থী তালিকায় রয়েছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে