Dr. Neem on Daraz
Victory Day

দেশে আরও একজনের নমুনায় ওমিক্রন শনাক্ত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৮:২৮ এএম
দেশে আরও একজনের নমুনায় ওমিক্রন শনাক্ত

ঢাকাঃ বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর এবার আরেকজনের নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত তিন জনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য পাওয়া গেছে।

জিআইএসএআইডি’র তথ্য বলছে, ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।

জিনোম সিকোয়েন্সের তথ্য বলছে, ওই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্স করেছে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি)।

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনা ভাইরাসের জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে