Dr. Neem on Daraz
Victory Day

করোনা নেগেটিভ হওয়ার কতো দিন পর টিকা নেওয়া যাবে?


আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ১১:৩২ এএম
করোনা নেগেটিভ হওয়ার কতো দিন পর টিকা নেওয়া যাবে?

ছবি: সংগ্রহীত

ঢাকাঃ করোনা আক্রান্ত হলে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

বুধবার ( ১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই কথা জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই নির্দেশনা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘অনেক জায়গা থেকেই অনেক রকমের তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদফতর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনও সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে।’

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, টিকার সার্টিফিকেট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রণালয়। আরও এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাই টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে