Dr. Neem on Daraz
Victory Day

ওষুধ কারখানা পরিদর্শনে কমিটি গঠন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ০৪:০৯ পিএম
ওষুধ কারখানা পরিদর্শনে কমিটি গঠন

ঢাকা : রাজধানীসহ সারাদেশের ওষুধ কারখানা পরিদর্শনে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ওষুধ প্রশাসন-১ শাখার সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়,  কমিটি প্রতি মাসে অন্তত একবার বিভিন্ন ওষুধ কারখানা পরিদর্শন এবং সচিব স্বাস্থ্যসেবা বিভাগের কাছে প্রতিবেদন জমা দেবেন। নির্দিষ্ট ছক অনুযায়ী পরিদর্শন কার্যক্রম সম্পন্ন এবং পরিদর্শনকালে সংশ্লিষ্ট অনুবিভাগের ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তা কর্মচারীর সফরসঙ্গী হিসেবে নেয়া যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (ওষুধ প্রশাসন) প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন পরিচালক ওষুধ প্রশাসন অধিদফতর এবং সহকারী সচিব (ওষুধ প্রশাসন-১)। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী এ কমিটি গঠিত হয়।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে