Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালক শহীদ উল্লাহকে পরিবর্তন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৩:৫২ পিএম
বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালক শহীদ উল্লাহকে পরিবর্তন

ছবি সংগৃহীত

বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে পরিবর্তন  করা হয়েছে। সিএমএসডিতে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে।

শুক্রবার (২২ মে) আবু হেনা মোরশেদ জামানকে সিএমিএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে জানানো হয়, সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, মার্চ মাসে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ নিয়ে আলোচনায় আসে সিএমএসডি। নিম্নমানের সুরক্ষা সামগ্রী সরবরাহের অভিযোগ আসে। এছাড়াও নকল মাস্ককাণ্ডসহ নানা কারণে আলোচনায় আসে সিএমএসডি

আগামী নিউজ/কামরুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে