Dr. Neem on Daraz
Victory Day

৫৮ জেলায় করোনার ছোবল, সাড়ে ৪৫ শতাংই ঢাকায়


আগামী নিউজ | কামরুল হাসান শিশির প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ১১:০৩ পিএম
৫৮ জেলায় করোনার ছোবল, সাড়ে ৪৫ শতাংই ঢাকায়

ঢাকা: মার্চের ৮ তারিখ দেশে প্রথম করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্ত হওয়ার ৪৬ তম দিনে দেশের ৫৮টি জেলা আক্রান্ত হয়েছে। যার ৪৫ দশমিক ৫১ শতাংশই রাজধানীতে। দেশে মোট আক্রান্ত চার হাজার ১৮৬ জনের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছেন এক হাজার ৬৮৩ জন।

বিভাগভিত্তিক তথ্যেও এগিয়ে রয়েছে ঢাকা। এ বিভাগে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তিন হাজার ৬৫ জন। শতকরা হিসাবে এর হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৩৬ শতাংশে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা বিষয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে আইইডিসিআরের ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করা হয়। 

ঢাকা মহানগরী বাদে ঢাকা বিভাগের মোট করোনা রোগীর সংখ্যা এক হাজার ৩৮২ জন (৩৮.৪৯%)। ঢাকা বিভাগের ১৩টি জেলার সবগুলোতেই করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে।

আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৯ জন (৪.১৫%)। এ বিভাগের ১১টি জেলার মধ্যে ৯টিতে করোনা সংক্রমণ ঘটেছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি।

করোনা শনাক্তে তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের মোট করোনা রোগীর সংখ্যা ১৩৯ জন (৩.৮৭%)। বিভাগের চারটি জেলার সবক’টিতেই করোনাভাইরাস সংক্রমণ হয়েছে।

চতুর্থ স্থানে বরিশাল বিভাগ। এ পর্যন্ত বিভাগে মোট ৭৪ জন (২.০৩%) করোনা শনাক্ত হয়েছে। বিভাগের পাঁচটি জেলার মধ্যে ভোলা জেলা ছাড়া বাকি চারটিতে করোনা সংক্রমণ হয়েছে। 

৬৩ জন রোগী (১.৭৫%) নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রংপুর বিভাগ। বিভাগের ৮টি জেলার কোনোটিই করোনার ছোবল থেকে রেহাই পায়নি। 

খুলনা বিভাগে অবস্থান ষষ্ঠ। মোট ৩৭ জন (১.০৩%) করোনা রোগী বিভাগের ৮ জেলায় (১০টি জেলার মধ্যে)। এখন পর্যন্ত ঝিনাইদহ ও সাতক্ষীরায় করোনা আঘাত হানেনি।

সপ্তম স্থানে দেশের সব থেকে ছোটো বিভাগ সিলেট। বিভাগের চারটি জেলার সবগুলো মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ জন (০.৯২%)।

এখন পর্যন্ত করোনা সংক্রমণের দিক থেকে ভালো অবস্থানে আছে রাজশাহী বিভাগ (অষ্টম)। এ বিভাগের আটটি জেলার সবক’টিতে করোনা পজিটিভ পাওয়া গেলেও সংখ্যার দিক থেকে তুলনামূলক কম। এ জেলায় মোট করোনা পজিটিভ সংখ্যা ৩১ জন। জাতীয়ভাবে মোট আক্রান্তে এর হার ০.৮৬%।

এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত চার হাজার ১৮৬ জন করোনা রোগীর মধ্যে মারা গেছে ১২৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১০৮ জন। মৃত্যু বরণ করেছে ১২৭ জন।

 

আগামী নিউজ/কামরুল/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে