Dr. Neem on Daraz
Victory Day

শতভাগ উৎসব ভাতাসহ ১১ দফা দাবি শিক্ষকদের


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: জুন ৪, ২০২২, ০৪:১৮ পিএম
শতভাগ উৎসব ভাতাসহ ১১ দফা দাবি শিক্ষকদের

ঢাকাঃ ঈদের পূর্বে শতভাগ উৎসব ভাতা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে ১১ দফা দাবি বাস্তবায়নসহ আসন্ন জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আসছে ঈদুল আযহার আগে এসব দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে একযোগে আন্দোলন শুরুর হুশিয়ারি দিয়েছে তারা। 

শনিবার (৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়।

সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। অবসরে যাওয়ার আগেই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন অনেক শিক্ষক-কর্মচারী। এছাড়াও কোনো সুবিধা না দিয়েই বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে। নেই কোনো বদলি কিংবা পদোন্নতির সুবিধা। তাই আমরা সমিতির পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরছি।

দাবিগুলো হলো—

১. মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে; ২. আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান;

৩. পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালুকরণ এবং পেনশন প্রথা চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান ও শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করতে হবে;

৪. স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে;

৫. সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান করতে হবে;

৬. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রথা চালু;

৭. বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স সীমা ৬৫ বছরে উন্নীত করা;

৮. পাবলিক সার্ভিস কমিশনের মতোই শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করতে হবে;

৯. করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক প্রণোদনা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়ক ডিভাইস প্রদান করতে হবে;

১০. ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ;

১১. শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি সকল বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ এর দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে বিটিএ’র উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য বাবু দাস গুপ্ত, আশিষ কুমার, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহসভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নূরুন্নাহার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জামিল মো. সেলিম, কেন্দ্রীয় সদস্য প্রবীর রঞ্জন দাসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে