Dr. Neem on Daraz
Victory Day

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল বিকেলে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০১:০১ পিএম
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল বিকেলে

ঢাকাঃ আজ বুধবার প্রকাশ করা হবে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল। এ বিসিএসে বাড়বে পদসংখ্যাও। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, এ বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়বে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০ তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল। 

ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে। আজ পিএসসির একটি সূত্র জানিয়েছে, এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে। 

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে