Dr. Neem on Daraz
Victory Day

মঙ্গলবার খুলছে ঢাবির হল, প্রবেশে লাগবে টিকার প্রমাণপত্র


আগামী নিউজ | শিক্ষা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১১:৫১ পিএম
মঙ্গলবার খুলছে ঢাবির হল,  প্রবেশে লাগবে টিকার প্রমাণপত্র

ফাইল ছবি

ঢাকাঃ শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আগামীকাল খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। করোনা টিকার এক ডোজ নেওয়া সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে হলের বৈধ শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। 

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স-এর যে সকল শিক্ষার্থী অন্ততঃ ‘কোভিড-১৯’-এর প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি এবং বিশ্ববিদ্যালয় প্রণীত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে মঙ্গলবার সকাল আটটা থেকে হলে উঠে যেতে পারবে। 

সিন্ডিকেট ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলোতে আগের মতো ঠাসাঠাসি করে বসবাস করা এবং কথিত কোন ‘গণরুম’ রাখা যাবে না। 

স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র নিয়মিত আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনের দৃশ্যমান জায়গায় স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশিকা সম্বলিত ব্যানার থাকবে। 

তবে, কর্তৃপক্ষের নির্ধারিত তারিখের আগেই কয়েকটি হলে শিক্ষার্থীদের হলে উঠে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে ‘শৃঙ্খলা ভঙ্গ’ করে হলে ওঠা এসব শিক্ষার্থীকে তদন্ত করে চিহ্নিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। 

এদিকে, টিকা দিয়ে শিক্ষার্থীদের হলে ওঠা নিশ্চিত করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের টিকা প্রদান শুরু হয়েছে। 

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে