Dr. Neem on Daraz
Victory Day

খোলা আকাশের নিচে ক্লাস হলো বেরোবিতে !


আগামী নিউজ | শিহাব মন্ডল, বেরোবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৫:২৯ পিএম
খোলা আকাশের নিচে ক্লাস হলো বেরোবিতে !

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 
 
রোববার (২২ আগস্ট) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্লাস অনুষ্ঠিত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ প্রতিবাদী এ ক্লাসে পাঠদান করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বেরোবি সভাপতি রিনা মুরমু,সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্ত প্রমুখ।
 
প্রতিবাদী এই ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্য দু'টি দাবি হলো-
 
১.অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়া। 
২.শিক্ষার্থীদের সব ধরনের বেতন ফি মওকুফ করা।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে