Dr. Neem on Daraz
Victory Day

ইবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশনা


আগামী নিউজ | এম.বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২১, ১১:৩৭ এএম
ইবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশনা

ফাইল ফটো

কুষ্টিয়াঃ করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৫ মে-এর মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে সংযুক্ত Google Form অনুযায়ী অবশ্যই ইংরেজিতে জাতীয় পরিচয় পত্রের নম্বরসহ জরুরী ভিত্তিতে আগামী ২৫ মে-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরােধ করা হলো। রেজিস্ট্রেশন লিংক-(https://bit.ly/3wfsSHZ)

ইতােমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে