Dr. Neem on Daraz
Victory Day

স্বাস্থ্যবিধি মেনে ২ মাসের মধ্যে খুলছে চবি‍‍`র আবাসিক হল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০, ০৩:৩১ পিএম
স্বাস্থ্যবিধি মেনে ২ মাসের মধ্যে খুলছে চবি‍‍`র আবাসিক হল

ছবি : সংগৃহীত

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো আগামী দুই মাসের মধ্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩২তম সিনেট অধিবেশনে সিনেট সদস্য অধ্যাপক ড. মো. দানেশ মিয়া স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহবান জানালে জবাবে উপাচার্য একথা বলেন।

অধ্যাপক ড. মো. দানেশ মিয়া বলেন, ‘ট্যুরিস্ট স্পটসহ হাট-বাজার সবই ওপেন করে দেওয়া হয়েছে। সংক্রমণের ঝুঁকি থাকলে সেখান থেকেই শিক্ষার্থীরা সংক্রমিত হতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় শ্রেয় বলে আমি মনে করি।’

এসময় উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে আগামী দুই মাসের মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে