Dr. Neem on Daraz
Victory Day

রাবিতে ‍‍`অনশন‍‍` কর্মসূচির ৪৮ ঘণ্টা অতিবাহিত, অসুস্থ ৪২


আগামী নিউজ | রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৫:০৫ পিএম
রাবিতে ‍‍`অনশন‍‍` কর্মসূচির ৪৮ ঘণ্টা অতিবাহিত,  অসুস্থ ৪২

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের আমরণ 'অনশন' কর্মসূচির ৪৮ ঘণ্টা অতিবাহিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ জন অসুস্থ হয়েছেন। 

এদের মধ্যে এনামুল হক নামে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে দাবি করছেন বিভাগের শিক্ষার্থীরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এই শিক্ষার্থী ছাড়াও এই মুহূর্তে রামেকে ভর্তি রয়েছেন আরো ৮ শিক্ষার্থী। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে আবার 'অনশন ' কর্মসূচিতে যোগ দিয়েছেন।

সূত্র জানায়, আজ তৃতীয়  দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বিভাগের শিক্ষার্থীরা। 

এর আগে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে বসেন পপুলেশন সায়েন্স বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় মিটিং স্থগিত করে ক্যাম্পাসে আসেন। এবং গতকাল একটার দিকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান অনশনস্থলে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের সোমবার (২ মার্চ ) জরুরি সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে অনশন স্থগিতে অনুরোধ জানান।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, উপাচার্য ও সভাপতির লিখিত দেয়া ছাড়া তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতিতে তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন না।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর লুৎফর রহমান বলেন, সিনেট ভবনে আগামী ২ মার্চ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প্রশাসন এই সম্পর্কে আলোচনা সভা করবে। আপাতত শিক্ষার্থীদের উচিত ভিসি স্যারের উপর আস্থা রাখা। আমার মনে হয়, শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের উচিত আন্দোলন স্থগিত করা। এটা কোন স্বল্প সময়ের বিষয় না। এটা  সময় সাপেক্ষ ব্যাপার। তাদের ধৈর্য ধরা উচিত। 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে