Dr. Neem on Daraz
Victory Day
জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৫৭.৮৫


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:৪৩ এএম
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৫৭.৮৫

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৭ দশমিক ৮৫ শতাংশ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৮৭৩টি কলেজের ৭১১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার ২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৪ হাজার ৪২০ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজভিত্তিক ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে