Dr. Neem on Daraz
Victory Day

প্রতি শ্রেণিতেই লটারিতে ভর্তি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০, ১২:৩৪ পিএম
প্রতি শ্রেণিতেই লটারিতে ভর্তি

সংগৃহীত

ঢাকাঃ এবার স্কুলগুলোতে (মাধ্যমিক) লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নিয়ে সরকারের সামগ্রিক সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান।

প্রতিবছর প্রথম শ্রেণির ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হয়। তবে কভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে ২০২১ সালে অনলাইনের মাধ্যমে সব ক্লাসেই শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি করা হবে; এরপর তা যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এতে একটি জায়গায় একজন শিক্ষার্থী ৫টি স্কুলে আবেদনের সুযোগ পাবে। ঢাকা মহানগরীতে এলাকাভিত্তিক কোটা ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছে। নতুন বছরে ১০ থেকে ১৫ই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া।  

মন্ত্রী আরও জানান, শীত কমে গেলে ক্লাস শুরু হতে পারে তবে সেক্ষেত্রেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে