Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধু কর্নার: বই কেনার কার্যক্রম স্থগিত করে তদন্ত শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০২:০৩ পিএম
বঙ্গবন্ধু কর্নার: বই কেনার কার্যক্রম স্থগিত করে তদন্ত শুরু

ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধু কর্নারের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার বই কেনার কার্যক্রম স্থগিত করে তদন্ত শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটি রোববার (০৫ জুলাই) থেকে কাজ শুরু করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। বই ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসায় বিষয়টি যাচাই করার জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন কাজ শুরু করেছে।
 
সূত্র আরো জানায়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' করে সেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক দর্শনসহ বিভিন্ন ক্যাটাগরির বই কেনার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে চলতি বছর ৬৭টি বই কেনার ব্যাপারে গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৯টি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রতিটি বইয়ের ৬৫ হাজার কপি করে কেনা হবে। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

আগামীনিউজ/টিআইএস/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে