Dr. Neem on Daraz
Victory Day

আজও খোলা আছে ব্যাংক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ১১:২৫ এএম
আজও খোলা আছে ব্যাংক

ফাইল ছবি

ঢাকাঃ ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকেই। সরকারি ছুটির মধ্যেও রাজধানীসহ পোশাক শিল্প এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা রয়েছে। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মূলত রফতানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীর বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। আর সেই নির্দেশনা মোতাবেক বিভিন্ন ব্যাংক তাদের শাখা খোলা রেখেছেন।

এছাড়া ঢাকার দুই সি‌টি ও চট্টগ্রাম সি‌টি কর্পো‌রেশনের পশুর হা‌টের সংলগ্ন ব্যাং‌কের শাখা ও উপশাখা খোলা রয়েছে। হা‌টের সংলগ্ন এসব শাখার ব্যাংকিং কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত। পাশাপাশি রাজধানীতে কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে বুথ স্থাপন করে বিনা খরচে জালনোট নোট যাচাইয়ের সেবা দিচ্ছে ব্যাংক।

মঙ্গলবারও (২৭ জুন) ব্যাংকের শাখা খোলা ছিল। খোলা থাকা শাখাগুলোর মধ্যেও বেশ ভিড় ছিল। পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন ভাতা দিতে ব্যাংক খোলা থাকলেও অনেকেই ঈদের আগে টাকা জমা দেন, কেউ উঠানও। এতে খোলা থাকা শাখায় ভিড় দেখা যায়।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয় ও উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এসব এলকার মধ্যে রয়েছে- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ।

লেনদেন দুপুর ২টা পর্যন্ত হলেও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (বন্দর ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায়।

এছাড়া এর আগে ২২ জুন বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারই ক‌রে বা‌ণি‌জ্যিক ব্যাং‌কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কা‌ছে পা‌ঠি‌য়ে‌ছিল।

এত বলা হয়, আসন্ন ঈদ-উল-আজহার আগে ২৫ ও ২৬ জুন (রোববার ও সোমবার) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কর‌তে বলা হ‌য়ে‌ছে। এর পরের দুইদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা থাক‌বে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে