Dr. Neem on Daraz
Victory Day

অর্থ আত্মসাৎ: কিউকমের সিইও গ্রেপ্তার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৪:৩৪ পিএম
অর্থ আত্মসাৎ: কিউকমের সিইও গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম-এর সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।

রবিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকের পাওনা আড়াইশো কোটি টাকা। এছাড়া পণ্য সরবরাহকারীদের পাওনা ৩শ ৯৭ কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠানটির প্রায় ৪'শ কোটি টাকা জমা আছে।

অল্প কদিনেই কয়েকশ কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালের নভেম্বর থেকেই তারা গ্রাহকদের পণ্য দিতে টালবাহানা শুরু করে। মামলাও হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতারিত হয়ে একজন গ্রাহক মামলা করেন।  

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে