Dr. Neem on Daraz
Victory Day

আলুর নতুন দাম নির্ধারণ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ০৫:৫৫ পিএম
আলুর নতুন দাম নির্ধারণ

সংগৃহীত

ঢাকাঃ আগামীকাল থেকেই আলুর নতুন কার্যকর করা হবে৷

৩০ এর জায়গায় ৩৫ টাকা খুচরা পর্যায়ে, হিমাগারে ২৩ এর জায়গায় ২৭ এবং পাইকারীতে ২৫ এর জায়গায় ৩০ টাকা করে আলুর দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে, খামার বাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।

নতুন আলু না আসা পর্যন্ত আলুর দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকারের পক্ষ থেকে এই দাম নির্ধারণ করা হয়েছে। বৈঠকের পর ব্রিফিংয়ে এটি মেনে চলার আহ্বান জানানো হয়৷ এই দাম আগামীকাল থেকেই কার্যকর করা হবে৷ পাইকারি, খুচরা পর্যায়ের বাজারে এবং সকল হিমাগারে এই দাম মেনে আলু বেচাকেনা করার কথা বলেছেন। দাম বা মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।  

বৈঠকে অংশ নেয় কোল্ড স্টোরেজের প্রতিনিধি, খাদ্য অধিদপ্তর, বাজার মনিটরিং সেল এর প্রতিনিধি, কৃষকসহ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা৷

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে