Dr. Neem on Daraz
Victory Day

ঘন কুয়াশায় বিপাকে পানচাষীরা


আগামী নিউজ | বেনজির আহমেদ বেনু, জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০২:৫১ পিএম
ঘন কুয়াশায় বিপাকে পানচাষীরা

ছবি : আগামীনিউজ

নরসিংদীঃ তীব্র শীত ঘন কুয়াশার কারনে জেলার মনোহরদী উপজেলায় বিভিন্ন পান বরজে নানা রোগ দেখা দিয়েছে। বরজগুলোতে পান গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে পড়া ও পাতা পঁচা রোগসহ ছত্রাকের আক্রমণে পান চাষীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের কথা বলা হচ্ছে। তবে কৃষকরা বলছে ঘন কুয়াশার কারনে বরজে ওষুধ ছিটিয়েও কোন সুফল পাচ্ছেন না। 

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর নরসিংদী জেলার শিবপুর, মনোহরদী ও পলাশ উপজেলায় ২৪৫ দশমিক ৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। 
মনোহরদী উপজেলার পান চাষী সানাউল্লাহ জানান, গ্রাম্য সমিতি থেকে টাকা উত্তোলন করে ২৫ শতাংশ জমিতে পানের বরজ করেছি। কয়েক মাস আগে হঠাৎ বৃষ্টি হওয়ায় আমার পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। সে সমস্যা যেতে না যেতেই এখন প্রচুর পরিমাণে কুয়াশায় পানের পাতা সব হলুদ হয়ে ঝড়ে পড়তেছে। এতো কুয়াশার কারনে পানগাছের পাতায় কালো কালো দাগ পড়তেছে এবং হলুদ হয়ে যাচ্ছে। আমি এখন কি করবো, সমিতির কিস্তির টাকাই বা কোথায় থেকে দিবো, ভেবে পাচ্ছি না। 

একই গ্রামের মোঃ নজরুল ইসলাম বলেন, শীত মৌসুমে পান হলুদ হয়ে যায়, পানপাতা ঝড়ে পড়ে। এছাড়া তাজুল ইসলাম সরকার নামে অপর এক কৃষক জানান, শীত মৌসুমে পানপাতা ঝড়ে মাটিতে পড়ে যায়। এটা প্রতি বছরই হয়ে থাকে। এবছরও অনুরূপ পানের পাতা হলুদ হয়ে  ঝড়ে যাচ্ছে। 

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শোভন কুমার ধর বলেন, জেলার শিবপুর, মনোহরদী ও পলাশ উপজেলায় এবছর ২৪৫ দশমিক ৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। এতে ৫ শ’ মেট্টিক টন পান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদিত পান জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। খোলা জায়গায় পানের বরজ হওয়ায় ঘন কুয়াশায় পানপাতা হলুদ হয়ে পড়ে। এসময় পানপাতায় ছত্রাকজনিত কালো দাগ ও দেখা দেয়। তবে এ সমস্যা সমাধানে আমরা কৃষকদের বরজের ভিতরে কুয়াশা যেন না ঢুকতে পারে সেজন্য পলিথিন ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এছাড়া বরজের ছত্রাকের আক্রমণ রুখতে কৃষকদের নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।  

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে