দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২১, ০৪:১৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার ত্রিশালে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এতে এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক আছে।

আগামীনিউজ/বুরহান