জাবির অবসরপ্রাপ্ত শিক্ষকগণের সম্মাননা প্রদান ৭ ডিসেম্বর

জাবি প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০২১, ০১:৩৫ পিএম
ছবি: আগামী নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আগামী মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সম্মাননা প্রদান করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক এ এ মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৯-২০ সেশনে ৯ জন এবং ২০২০-২১ সেশনে ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকগণ যে সুষ্ঠুভাবে ও সম্মানের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন সে জন্য আমরা কৃতজ্ঞ। আসলে বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে কেউ বিদায় নেয় না। বিশ্ব থেকেই বিশ্ববিদ্যালয় কথাটি এসেছে। তারপরও তারা তাদের যে মূল্যবান সময় ও চিন্তা এ বিশ্ববিদ্যালয়ের পিছনে ব্যায় করেছেন তাদেরকে সেই যথাযোগ্য সম্মাননা দিতেই আমাদের এ আয়োজন।

এবছর “সেই কথা লেখা থাক-আর সব ভূলে যেতে পারি/পাশাপাশি বসে থাকি-আমাদের মুখোমুখি বাড়ি” স্লোগানে আয়োজিত হতে যাচ্ছে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আগামীনিউজ/ হাসান