Dr. Neem on Daraz
Victory Day

এখনই হল খোলা হবে না: ঢাবি উপাচার্য


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০১:১৮ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০১:৩১ পিএম এখনই হল খোলা হবে না: ঢাবি উপাচার্য

ঢাকাঃ এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল খোলা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে হতে পারে। 

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে এমন সিদ্ধান্ত জানান তিনি।

ভিসি বলেন, টিকা দেওয়ার পরই হল খোলা ও ক্লাস চালু হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মহামারিতে জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ১৭ মে হল খোলা হবে। ১৭ এপ্রিলের মধ্যে টিকার আওতায় আনা হবে।

এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

আগামীনিউজ/সোহেল