Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

দেখা শোনা জানা 


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১, ০৬:৫৫ পিএম দেখা শোনা জানা 

আমার দেখা শোনা জানা
বলতে আছে মানা 
তবুও না বলে পারা যায় না।

হৃদয়ের মাঝে হু হু করে কাঁদে,
তবুও কিছুই বলা যায় না
কখনো মুখ ফুটে বেরিয়ে আসে
কোন কিছুতেই বাঁধ মানে না।

চোখ থাকতেও কানা 
কে যেন আমাকে বলছে
কলম ধর লেখনা?
যা কিছু দেখা শোনা জানা।

ভয় কিসের? এ যে সত্যি কথা,
 শুধু নয় মনের কল্পনা
শোষণের ভয়ে কেন বলবে না।

না লিখে বিবেকের কাছে
পরাধীন মনে হয়, অথচ
আমি যে মানুষ স্বাধীন সত্তা
সে কথাও জানা।

আগামীনিউজ/নাসির