Dr. Neem on Daraz
Victory Day

ব্রিজ না থাকায় দুর্ভোগে গাজীপুরের মানুষ


আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ০৪:৩০ পিএম আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ০৪:৩১ পিএম ব্রিজ না থাকায় দুর্ভোগে গাজীপুরের মানুষ
হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার এলাকার মুড়িছড়ায় একটি ব্রিজের অভাবে পূর্বাঞ্চলের ৫-৬টি গ্রামের জনসাধারণ চরম দুর্ভোগ পড়েছেন।
 
গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার, বড়ক্ষের, মুড়িছড়া, উসমানপুর, নালুয়া চা-বাগানসহ আশপাশের গ্রামের জনসাধারণ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন। মুড়িছড়ার উপর একটি ব্রিজ না হওয়ায় জরাজীর্ণ একটি পাকা সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল- কলেজ যাতায়াতরত ছাত্র-ছাত্রীরাসহ এলাকার জনসাধারণ চলাচল করতে হচ্ছে।
 
বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে উক্ত ছড়া পাড় হতে হয়। এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য উপজেলা ও জেলা সদরে সরবরাহ করতে পারছেন না। এতে কৃষকরা উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
 
গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁন বলেন, আমরা ইতিমধ্যে মানিকভান্ডার মুড়িছড়ায় একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। অচিরেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।
 
আগামীনিউজ/এএস