Dr. Neem on Daraz
Victory Day

মালয়েশিয়ায় গ্রেপ্তার রায়হানকে আইনি সহায়তার আহ্বান 


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ০৪:৪১ পিএম আপডেট: জুলাই ২৬, ২০২০, ০৭:২১ পিএম মালয়েশিয়ায় গ্রেপ্তার রায়হানকে আইনি সহায়তার আহ্বান 

ঢাকা : সম্প্রতি বাংলাদেশি অভিবাসী শ্রমিক রায়হান কবিরকে মালয়েশিয়ার পুলিশ গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন বিষয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার প্রদান করে রায়হান কবির এবং এই সুবাদে তাকে মালয়েশিয়ান পুলিশ গ্রেপ্তার করা হয়েছে এবং দেশে ফেরত পাঠিয়ে দেয়ার খবর গণমাধ্যম সূত্রে জানতে পারে জাতীয় মানবাধিকার কমিশন। 

বাংলাদেশি তরুণ রায়হানের ব্যক্তিগত তথ্য চেয়ে সমন জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় মালয়েশিয়ান প্রশাসন। শুধুমাত্র সাক্ষাৎকার প্রদান করায় এভাবে বিজ্ঞপ্তি দিয়ে খোঁজ করা, ওয়ার্ক পারমিট বাতিল করা ও পরবর্তীতে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে অভিবাসন বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশকিছু সংগঠন।
এদিকে, দেশে থাকা তার পরিবারও গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। রায়হানের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নেই মর্মে গণমাধ্যম সূত্রে জানা যায়। 

আগামীনিউজ/এসপি