Dr. Neem on Daraz
Victory Day

দোয়া 


আগামী নিউজ | এস এ চৌধুরী প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৮:৪৯ এএম দোয়া 

১৯৯০ সালের ২৫ জানুয়ারি, সাপ্তাহিক মাহফিল। মানুষের কাছে বিশেষ করে পীর সাহেবের কাছে দোয়া চাওয়া নিয়ে কথা হচ্ছিল। হুজুর বললেন, “ বাবা, নিজের দোয়া নিজে যেভাবে করা যায় অন্যে কি সেভাবে পারে? তাবে নিজের দোয়া নিজে করাই ভালো, তবে কারও প্রতি যদি এমন বিশ্বাস আসে যে, তার দোয়া কবুল হবে তবে তার কাছে দোয়া চাইতে অসুবিধা নাই। তবে নিজে করাই উত্তম।’’ এ প্রসঙ্গে হুজুর বললেন, ‘‘আমি একবার এক বুজুর্গের কাছে দোয়া চেয়েছিলাম। তিনি কোন এক মাজার জিয়ারতে যাচ্ছিল। তিনি ফিরে এলে জিজ্ঞাস করলাম, মাজারে আমার জন্য দোয়া করছেন কি না। তিনি বললেন, দোয়া করছি কিন্তু ‘‘বাবা তিনি ( মাজারে শায়িত মাশায়েখ) বললেন , সে তো কিছু বলে না । (অর্থাৎ যিনি দোয়া চেয়েছেন তিনি নিজে তো কিছু চান না । অর্থাৎ নিজের দোয়া নিজে করাই শ্রেয়।”