Dr. Neem on Daraz
Victory Day
ফাহিম আহমাদ বিজয়ের কবিতা

আসার ক্ষণ


আগামী নিউজ | ফাহিম আহমাদ বিজয় প্রকাশিত: মে ১২, ২০২০, ০৯:৩৫ পিএম আপডেট: মে ১২, ২০২০, ১০:১৯ পিএম আসার ক্ষণ

আসার ক্ষণ
ফাহিম আহমাদ বিজয়

একটি নয়, দুটি নয় কেমন করিয়া আটটি বছর
নিরবে কাটিয়া গিয়েছে গুনিয়া প্রহর!
কতো বসন্ত, কতো ঝড়ের রাত কাটিয়াছে নির্ঘুম
হৃদয় কাঁদিয়া কহেছে, একবার দেখতে পেতুম।

ঊষার দুয়ারে দাঁড়ায়ে স্বরিছি, ফেলে আসা যতো স্মৃতি,
হৃদয় কভু ভিন্ন হলেও থাকিয়া যায় প্রীতি।
ভুল বুঝিয়া চলিয়া গেলে, করলে না বিচার,
অমানিশায় ঢেকেছে আকাশ, খুলিনি তব রুদ্ধদ্বার।

কী মনে করিয়া হায়,এসেছেলে যবে শুনতে চাইনি কভু,
দূরেই তো সরে গেছি, গুটিয়েছি নিজেকে, সুখে থাকো তবু।
চোখের কাজল করেছে টলমল কাঁদিয়াছো মোর ব্যথায়,
ভাসিয়াছো কতো ভালো, দিয়েছো মধুর স্মৃতি হারিয়েছি সেথায়।

হৃদয় আমার পূর্ণ ছিলো তোমায় ভালোবেসে,
সকল ব্যথা ভুলে যেতাম তোমার কাছে এসে।

অপরাধী নই আমি, অপবাদ দিওনা,পারি না যে সইতে,
স্মৃতিতে কাতর হয়ে মরে যাই তিলে তিলে পারি না তো কইতে!
দুর্গম পথ মারায়ে কভু আসবে কি আবার,
ভাঙাতে তব মোর অভিমান, হবে কি ক্ষণ আসার?

আগামী নিউজ/নাঈম