Dr. Neem on Daraz
Victory Day

বোয়ালমারীতে দরিদ্র কৃষকের বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা 


আগামী নিউজ | ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৩:৪২ পিএম আপডেট: মার্চ ২৬, ২০২০, ০৩:৪৪ পিএম বোয়ালমারীতে দরিদ্র কৃষকের বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুকদেবনগর গ্রামে গ্রাম্য দলাদলীর জের ধরে এক দরিদ্র কৃষকের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ওই কৃষকের বসতঘর ভাংচুর করে ঘরের ফসল লুট করে নিয়ে গেছে। দুর্বৃত্তদের বাঁধা দিতে যেয়ে আহত হয়েছেন একজন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সুকদেবনগর গ্রামের ইছাহাক শেখ (৫২) জানান, তাদের সাথে একই গ্রামের দেলোয়ার শরীফ (৫০) ও সামচু শেখ (৬০) এর মাঝে গ্রাম্য দলাদলী রয়েছে। এর জের ধরে বুধবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হামলা করে। তার ভাইয়ের ছেলে সোহাগকে (২৮) বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

তিনি জানান, হামলাকারীরা তার টিনের ঘরে কুপিয়ে ও লাঠিশোঠা দিয়ে আঘাত করে ভাংচুর করে এবং তার ঘরে থাকা ৪মন মুশুরের ডাল নিয়ে যায়। এতে তার প্রায় ৪২ হাজার টাকার ক্ষয়ক্সতি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার তিনি বাদি হয়ে ১৫ জনের নামোল্লেখ করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বিষয়টি জানতে বোয়ালমারী থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ/ তামিম