Dr. Neem on Daraz
Victory Day

নারদকাণ্ডে গ্রেফতার মমতার হেভিওয়েট চার নেতা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২১, ০১:৪৬ পিএম
নারদকাণ্ডে গ্রেফতার মমতার হেভিওয়েট চার নেতা

ঢাকাঃ নারদ মামলায় গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের দুজন হেভিওয়েট মন্ত্রী ও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা শোভন চট্টোপাধ্যায়কেও।

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় এই চারজনকে।

সোমবার সকালে কলকাতার প্রাক্তন মেয়র, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘেড়াও করে সকাল ন’টা নাগাদ তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, ‘‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করেছে সিবিআই। আমাকে বিনা নোটিসে এবং স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।’’

যদিও সিবিআই সূত্রে বলা হয়, ফিরহাদকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে নিয়ে আসা হয়েছে। পরে বেলা গড়াতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে গ্রেফতারের বিষয়টি জানা যায়।

কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই কর্মকর্তাদের হানা বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ব্যবসায়ীর ছদ্মবেশে স্টিং অপারেশন চালিয়েছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। তার গোপনে রেকর্ড করা ভিডিওতে তৃণমূলের তৎকালীন সাত সাংসদ, চার মন্ত্রী, এক বিধায়ক এবং তৃণমূল ঘনিষ্ঠ রাজ্যের এক পুলিশ অফিসারকে ঘুষ হিসাবে নগদ অর্থ নিতে দেখা গিয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ভিডিও টেপগুলি প্রকাশ করা হয়েছিল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে