আপনারা জানেন কি? 

ড. নিম হাকিম আগস্ট ৮, ২০২৩, ১২:১০ এএম
ড. নিম হাকিম। ছবি : সংগৃহীত

ঢাকাঃ কতিপয় ব্যক্তির ভুল মতাদর্শ, চিন্তা-চেতনা, ধ্বংসাত্মক আবিষ্কার আর উদ্ভাবনের ফলে পৃথিবীর অধিকাংশ মানুষই সঠিক পথে পরিচালিত হচ্ছেনা, মানব সমাজে বিভক্তি ও অশান্তি সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রজ্ঞাহীন এই কতিপয় মানুষগুলোর অধিকাংশই এখন আর পৃথিবীতে নেই কিন্তু তাদের সেই অভিশপ্ত বোঝা এখনো বহন করে চলছে মানব সমাজ। নিতান্তই ব্যক্তি বা নিজ জাতিগোষ্ঠীর স্বার্থের কারণে প্রকৃত সত্য জেনেও তা প্রকাশ না করে তারা বিদায় নিয়েছে ক্ষনিকের জীবন থেকে। কিন্তু তাদের রোপিত সে সব বিষবৃক্ষ দিনে দিনে ডালপালা মেলেই চলেছে আর তার বিস্তার ঘটতে থাকবে শেষ দিন পর্যন্ত! এটা নিতান্তই আমার নিজের উপলব্ধি।

বুইউ