ঢাকা : ঢাকা চট্টগ্রামসহ সারাদেশের ভূমি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া অটোমেশন করার কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ব্যবসায় উদ্যোগ সহজীকরণ: দ্রুততর, সহজতর এবং স্বচ্ছ ভূমি নিবন্ধন’ শীর্ষক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিসিসিআই সভাপতি শামস মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, ‘অটোমেশন করতে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রস্তুতের কাজ চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নামজারী, মালিকানা রেকর্ড, খাজনা পরিশোধ ও ভূমি জরিপের বিষয়গুলো ভূমি নিবন্ধনের সাথে সমন্বয় করা হচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসায় উদ্যোগ সহজীকরণ) সূচকে ২০২০ অনুযায়ী সম্পত্তি নিবন্ধন সূচকে বাংলাদেশের স্কোর ২৯ তবে এতে আরো উন্নতির সুযোগ রয়েছে।’
এসময় তিনি বলেন, ‘ঢাকা টু চট্টগ্রাম ভূমি হস্তান্তর মূল দলিল পেতে বর্তমানে ১৮০ দিন লাগে। এই দীর্ঘসূত্রিতা কমাতে ঢাকা টু চট্টগ্রাম ভূমি হস্তান্তর মূল দলিল হস্তান্তর ৭ কর্মদিবসের মধ্যে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য পৃথক বালাম বই ও প্রয়োজনীয় সংখক সূচি চালু করার জন্য নিবন্ধন অধিদফতর হতে অফিস আদেশ জারি করা হয়েছে।’
আগামীনিউজ/মিঠু/সবুজ