২৫ টি ইউনিটে যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২০, ০২:৪৭ এএম

ঢাকা: ঢাকার বাইরে ২৫ টি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার(৭মার্চ) রাতে গণমাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল জেলার ১৭ (সতেরো) টি, রাজশাহী মহানগর শাখার ৬ (ছয়) টি থানায় এবং মানিকগঞ্জ জেলার ২ (দুই) টি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক টীমের পরামর্শক্রমে সংশ্লীষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর শাখায় নাজিম উদ্দিন মোল্লা কে আহ্বায়ক ও কনক কে সদস্য সচিব,  জীবননগর পৌর শাখায় মোঃ হযরত আলী আহবায়ক ও মোঃ মনির হোসেন সদস্য সচিব, জীবননগর উপজেলা শাখায় মো. মঈন উদ্দিন - চেয়ারম্যানকে আহ্বায়ক ও কামরুল ইসলাম সদস্য সচিব, দর্শনা পৌর শাখায় মো. ফারুক হোসেনকে আহবায়ক ও মোঃ জালাল উদ্দিনকে সদস্য সচিব, দামুড়হুদা উপজেলা শাখায় মোহাম্মদ মাহাবুবুর রহমান বাচ্চুকে আহ্বায়কও মোহাম্মদ মাহাফুজুর রহমান মিল্টনকে সদস্য সচিব, চুয়াডাঙ্গা পৌর শাখায় বিপুল হাসান হ্যাজি আহ্বায়ক ও আজিজুল হককে সদস্য সচিব, চুয়াডাঙ্গা উপজেলা শাখায় মালিক রাহাত হাসান রাজিবকে আহ্বায়ক ও সাজেদুর রহমান মিলনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মো. মালেক হোসেন চপলকে আহ্বায়ক ও মো. জাহিদুল ইসলাম জাহিদকে সদস্য সচিব, গাংনী পৌর শাখায় মো. সাহিদুল ইসলামকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব, মুজিবনগর উপজেলায় মো. আবুল হাসানকে আহ্বায়ক ও মো. আনারুল ইসলামকে সদস্য সচিব, মেহেরপুর সদর উপজেলায় মো. লিয়াকত আলীকে আহ্বায়ক ও মো. কামরুজ্জামান বিপ্লবকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

নড়াইল জেলার নড়াগাতী থানায় মিজানুর রহমান মীরকে আহ্বায়ক ও চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনুকে সদস্য সচিব, কালিয়া পৌর শাখায় মো. বখতিয়ার হোসেনকে আহ্বায়ক ও মো. পল্টু শেখকে সদস্য সচিব, কালিয়া উপজেলায় কামাল সিদ্দিকীকে আহ্বায়ক ও মো. সরদার আর্মষ্টংকে সদস্য সচিব, লোহাগড়া পৌর শাখায় মো. রবিউল ইসলাম রবিকে আহ্বায়ক ও মো. হেলাল শেখকে সদস্য সচিব, নড়াইল পৌর শাখায় জাভেদুল হক জনিকে আহ্বায়ক ও মো. রিয়াজুল কামাল পাভেলকে সদস্য সচিব, নড়াইল সদর উপজেলায়  তরিকুল ইসলাম পিয়ালকে আহ্বায়কও আরিফুল আকবর মিল্টনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

রাজশাহী মহানগরঃ  কাশিয়াডাংগা থানায় আনারুল ইসলাম আনারুলকে আহ্বায়ক ও মাসুদুল হক টিপুকে ১ম যুগ্ম আহ্বায়ক, রাজপাড়া থানায় আতাউর রহমান বাধঁন কে আহ্বায়ক ও নাজির হাসান কে ১ম যুগ্ম আহ্বায়ক, শাহ্মুখদুম থানায় মো. নাসিম খানকে আহ্বায়ক ও কামরুজ্জামান মিলনকে ১ম যুগ্ম আহ্বায়ক, বোয়ালিয়া পশ্চিম থানায় রাকিবুল হক টফিকে আহ্বায়ক ও সালাউদ্দীন বিপ্লব কে ১ম যুগ্ম আহ্বায়ক, বোয়ালিয়া পূর্ব থানায় আব্দুল কাদের বকুল কে আহ্বায়ক ও শাওন আহমেদ রাজন কে ১ম যুগ্ম আহ্বায়ক, মতিহার থানায় শফিউল আলম টিয়াকে আহ্বায়ক ও বশির উদ্দিন সনিকে ১ম যুগ্ম আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়।

মানিকগঞ্জ জেলাঃ মানিকগঞ্জ সদর উপজেলায় মোঃ সাইফুল হককে আহ্বায়ক ও মো. জাকির হোসেন কে ১ম যুগ্ম আহ্বায়ক এবং মানিকগঞ্জ পৌর শাখায় মো. তুহিনুর রহমান তুহিনকে আহ্বায়ক ও মো. রাজিব হাসান খানকে ১ম যুগ্ম আহ্বায়ক করে দুইটি ইউনিটে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি সংশ্লীষ্ট জেলা ও মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন। নতুন আহ্বায়ক কমিটিকে কমিটি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অধীনস্ত ইউনিট সমূহের সাংগঠনিক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক  সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন এবং আহ্বায়ক কমিটির সকল নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে।

আগামীনিউজ/রাফি/নাঈম