নৈতিকতার চরম অবক্ষয়

ফেব্রুয়ারি ৩, ২০২০, ০২:২৯ পিএম

ড. নিম হাকিম

১. পিতা-মাতা, গুরুজন, বয়োজ্যেষ্ঠ নিকট আত্মীয়স্বজন সবার প্রতি নবপ্রজন্মের ভক্তি শ্রদ্ধা ক্রমেই কমে যাচ্ছে।
২. দরিদ্র, অসহায়, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা এমনকি দরিদ্র নিকট আত্মীয়দের প্রতি সহানুভূতি খুব কমই পরিলক্ষিত হচ্ছে।
৩. মানুষ এখন আর মিথ্যাকে পাপ বা ঘৃণার চোখে দেখছে না। সত্য-মিথ্যা ন্যায়-অন্যায় এসবের কোনো বিভেদও পরিলক্ষিত হচ্ছে না।
৪. খুন, ধর্ষণ, অবৈধ উপার্জন, ভেজাল মিশ্রণ, নকল, প্রতারণা, ছলচাতুরী কোনো কিছুই এখন অপরাধ বলে মনে হচ্ছে না।
৫. অপরাধ দমনকারীরা নির্দ্বিধায় অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে তাদের অপরাধ দেখার কেউ নেই।
৬. সেবক নামধারীরা শোষক ও আত্মসাৎকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
৭. যার যত অবৈধ সম্পদ তারাই সমাজের প্রভাবশালী ও নিয়ন্ত্রক বনে যাচ্ছে।
৮. মানুষ ভয়াবহ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, সমাজ, দেশ ও জাতির প্রতি তাদের কোনো কর্তব্য ও দায়িত্ব আছে বলে তারা মনেই করছে না।
৯. বই-পুস্তক, সাহিত্য, নাটক, গল্প, কৃষ্টি ও সংস্কৃতি থেকে নৈতিক শিক্ষা বিলুপ্ত প্রায়।
১০. মানুষ শুধু মানুষের প্রতি নয়, জীব-জন্তু, পশু-পাখি, নদী-নালা, খাল-বিল, গাছ-পালা, ফুল-ফল এমনকি সমগ্র প্রকৃতির প্রতি ভালোবাসা হারিয়ে ফেলছে।
১১. পেশাজীবীরা তাদের পেশাগত শপথ, নৈতিকতা ও সততা হারিয়ে ফেলছে।
১২. প্রেম-ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, কর্তব্য, দায়িত্ব, নৈতিকতা, সততা সবই বস্তুতান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে।
১৩. মানবসমাজ তার মূল দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়ে পশু চরিত্র ধারণ করছে।