ফরিদপুরে সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধিতে অবহিতকরন সভা

ফরিদপুর প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০২১, ০৫:২৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ ফরিদপুরে সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির  জন্য নাগরিক সমাজ ও গনমাধ্যমকর্মীদের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৬ডিসেম্বর)  সকালে জেলা পরিষদ হল রুমে এ অবহিতকরন সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যনন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো:আলিমুজ্জামান, সিভিল সার্জন সিদ্দিকুর রহমান, বাংলাদেশ  এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর ডেপুটি ডিরেক্টর আশীষ বনিক। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ  এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদুত এম হুমায়ুন কবীর। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিষ্টিটিউট (বি ই আই) এর আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় এ অবহিতকরন সভায় গনমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এসআইএস