রাজিথার আঘাতে সাজঘরে মুশফিক, চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক মে ২৭, ২০২২, ১০:৪০ এএম

ঢাকাঃ শেষ দিনের চ্যালেঞ্জে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন মুশফিক-লিটন। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক। ২১তম ওভারে তার স্ট্যাম্প উপড়ে ফেলেন রাজিথা। ৩৯ বলে ২৩ রানে ফেরেন তিনি। লিটনের সঙ্গী এখন সাকিব।

৫ উইকেট হারিয়ে ৬১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ১২ রানে ব্যাট করছে লিটন। বাংলাদেশ এখনো ৮০ রানে পিছিয়ে।

ঢাকা টেস্টে চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। শেষ বেলায় প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম (১৪*) ও লিটন দাসের (১*) ১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছিল তারা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন পঞ্চম দিন শুরু করেছিলেন মুশফিক-লিটন।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত। এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।

এমবুইউ