করোনা মাহামারির প্রাদুর্ভাবে থেমে যাওয়া ঘরোয়া ফুটবল মাঠে গড়াতে আরো দুই মাসেরও বেশি সময়ের প্রয়োজন হবে। আসন্ন ফিফা বিশ্বকাপের বছাই পর্বের ম্যাচের কারনে কিছুটা আগে কার্যক্রম শুরু হতে পারে পুরুষ ফুটবলের। এরপর মাঠে ফিরতে পারে নারী ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর সভাপতি ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আকতার কিরণ বার্তা সংস্থাকে বলেন, সেপ্টেম্বর থেকে নারীদের ফুটবল আবারও শুরুর কথা ভাবছেন তারা। করোনা ভাইরাস মহামারী আকারে দেশে ছড়িয়ে পড়ায় এর আগে ১৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ঘরোয়া খেলাধুলা। কিরণ বলেন, 'আসলে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। সবকিছু যদি সঠিক ভাবে চলে, তাহলে সেপ্টেম্বরে লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।'
প্রথমবারের মতো শুরু হওয়া নারী ফুটবল লিগে এবার ৭ টি দল অংশগ্রহণ করছে। পুরুষ প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া নারী লিগে অংশ নিয়েছে বসুন্ধরা কিংস। শক্তিশালী ওই দলটি এ পর্যন্ত ৫ টি ম্যাচের সবকটিতে জয় নিয়ে সর্বমোট ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার শীর্ষে। চার ম্যাচ থেকে ৯ পয়েন্টের সংগ্রহ নিয়ে পরের অবস্থানে রয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে এফসি উত্তর বঙ্গ ও কাচারিপাড়া একাদশ। চার ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ সাত পয়েন্ট করে। ৫ ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বেগম আনোয়ারা এসসি। লিগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, নাসরিন স্পোর্টিং ক্লাব, এফসি উত্তরবঙ্গ, কাচারিপাড়া একাদশ, বেগম আনোয়ারা এসসি, কুমিল্লা ইউনাইটেড ও এমকে গ্যালাক্টিকো সিলেট।
আগামীনিউজ/জেএস