মুক্তিযোদ্ধা- রাজাকার প্রসংগঃ- দুইটি প্রস্তাব

ড. নিম হাকিম  নভেম্বর ১, ২০২২, ১০:৪২ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

১) এলাকা ভিত্তিক পাবলিক প্লেসে রাজাকার আর মুক্তিযোদ্ধাদের তালিকা টানিয়ে রাখলে কেমন হয়? এটা হলে- কে প্রকৃত রাজাকার আর মুক্তিযোদ্ধা তা জনসাধারণ জানতে পারত আর তাদের মতামতও দিতে পারত।

২) এলাকা ভিত্তিক রাজাকার আর মুক্তিযোদ্ধা কারা ছিল তার সঠিক তথ্য পাবার জন্য উপজেলা নির্বাহী অফিসার , জনপ্রতিনিধি এবং এলাকায় স্বীকৃত প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কমিটি করে যাচাই-বাছাইও করা যেতে পারে।

এলাকায় কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা ছিল তা ঐ এলাকার ৬০-৭০ বছর বয়েসের লোকজন ভাল করেই জানে। তাই রাজাকার আর মুক্তিযোদ্ধা চেনার এর চেয়ে সঠিক উপায় আছে বলে আমার মনে হয় না।

নতুন প্রজন্মের এটা জানা খুবই দরকার। প্রস্তাব দুটি রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচনার অনুরোধ জানাই।