অবিভাবকদের নিয়ন্ত্রহীন হয়ে যাচ্ছে সন্তানরা

ড. নিম হাকিম আগস্ট ১০, ২০২২, ০১:১০ এএম
প্রতিকি ছবি

সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে যে, সন্তানরা আর আগের মতো অবিভাবকদের কথা বা উপদেশ শুনছে না। বিশেষ করে কিশোর ও যুবকরা। তারা বাবা-মা, শিক্ষক বা গুরুজনের উপদেশ অবজ্ঞা করছে। সোশ্যাল মিডিয়া এবং সহপাঠিদের প্রভাব পড়ছে তাদের মননে। শিশুরাও আস্তে আস্তে এ অবস্থার শিকার হচ্ছে।

এ নিয়ে সমাজবিজ্ঞানী বা মনোবিজ্ঞানীদেরও তেমন নজর নেই যা খুবই উদ্বেগজনক। এ অবস্থা চলতে চলতে থাকলে ভবিষ্যতে এমন একটি বিশৃংখল ও সৃজনশীলতা হীন সমাজ গঠিত হবে যা জাতীর জন্য মোটেও শুভকর নয়। তাই জাতীকে এখনই এ বিষয়ে নজর দেয়া উচিৎ বলে আমি মনে করি। শুধু অবকাঠামো গত ও অর্থনৈতিক উন্নয়ন হলেই কোন দেশের উন্নয়ন হয় না, সাথে নৈতিক উন্নয়নও জরুরী।