আজকের নামাজের সময়সূচি

ইসলাম ডেস্ক জানুয়ারি ১৭, ২০২২, ১০:৩২ এএম

ঢাকাঃ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ বিনা কারণে কাজা করা অনেক বড় গুনাহের কাজ। যতই ব্যস্ততা থাকুক ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নিতে হবে।

আজ সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ ইংরেজি, ০৩ মাঘ ১৪২৮ বাংলা, ১৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

> জোহর - ১২:১২ মিনিট।
> আসর- ৩:৫৮ মিনিট।
> মাগরিব- ৫:৩৮ মিনিট।
> ইশা- ৬:৫৫ মিনিট।
> ফজর (১৮ জানুয়ারি)- ৫:২৬ মিনিট।
> আজ সুর্যাস্ত- ৫:৩৪ মিনিট।
> আগামীকালের (১৮ জানুয়ারি) সূর্যোদয়- ৬:৪৩ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে

> চট্টগ্রাম : -০৫ মিনিট

> সিলেট : -০৬ মিনিট

যোগ করতে হবে-

> খুলনা : +০৩ মিনিট

> রাজশাহী : +০৭ মিনিট

> রংপুর : +০৮ মিনিট

> বরিশাল : +০১ মিনিট

 

আগামীনিউজ/বুরহান