রূপগঞ্জে পেপার মিলে আগুনে একজনের মৃত্যু, দগ্ধরা শেখ হাসিনা বার্নে

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২২, ০১:৩৯ পিএম

ঢাকাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী পেপার মিলে অগ্নিকাণ্ডে মো. হানিফ (৪২) একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছ। দগ্ধরা হলেন- মো. শাহিন (৩২), আব্দুল হক (৫৫), মো. হাফিজুর রহমান (২৬)।

শনিবার (১৫ জনুয়ারি) রাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হানিফকে মৃত ঘোষণা করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের মধ্যে মো. শাহিনের শরীরের ৭৫ শতাংশ, আব্দুল হকের ৭০ শতাংশ ও হাফিজুরের রহমানের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মো. হানিফ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মোকসেদ আলীর ছেলে। তিনি ওই ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আগামীনিউজ/বুরহান