রামপুরায় বাসে আগুন: অজ্ঞাত ৭’শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ডেস্ক রিপোর্ট ডিসেম্বর ১, ২০২১, ১১:৩৮ এএম
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহতের ঘটনায় রামপুরা এলাকায় আটটি বাসে আগুন ও চারটি বাসে ভাঙচুর করার ঘটনায় হাতিরঝিল ও রামপুরা থানায় আলাদা দুইটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছে।

হাতিরঝিল থানার ওসি বলেন, বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরপরই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়, কয়েকটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আনুমানিক ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

আগামীনিউজ/নাসির