গুলিস্তানে নাট্যমঞ্চের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২১, ০৫:১২ পিএম
প্রতীকী ছবি (সংগৃহীত)

ঢাকাঃ রাজধানীর গুলিস্তানে বাকপ্রতিবন্ধী এক অজ্ঞাত (৫৬) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। 

স্থানীয়রা জানান, ওই নারী ভবঘুরে ও বাকপ্রতিবন্ধী ছিলেন। সে ওই এলাকাতে বেশ কিছুদিন ধরে থাকতেন। 

পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে নাট্যমঞ্চের পাশ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তার নাম-পরিচয় জানতে চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও একটি ট্রাউজার। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।