আইনস্টাইনের কিছু বিখ্যাত “উক্তি”

নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৫:৩৪ পিএম
আলবার্ট আইনস্টাইন। ছবিঃ সংগৃহীত

১. যখন একজন পুরুষ সুন্দরী নারীর পাশে এক ঘণ্টা ধরে বসে থাকেন, তখন মনে হয় মাত্র এক মিনিট পেরিয়েছে। কিন্তু তাকে একটি গরম চুলার ওপর বসিয়ে দিলে এক মিনিটই মনে হবে এক ঘণ্টার চেয়ে বেশি। এটাই রিলেটিভিটি।

২. একজন সুখী মানুষ তিনিই যিনি ভবিষ্যতে অতিমাত্রায় অধিষ্ঠিত হতে বর্তমান নিয়ে অতি বেশি সন্তুষ্ট থাকেন।

৩. শিক্ষার্থী কি জানেন না তা বুঝতেই বিভিন্ন প্রশ্ন করে সময়ের অপচয় করেন অধিকাংশ শিক্ষক। অথচ প্রশ্ন করার শৈল্পিক রূপ তাই যার মাধ্যমে জানা যাবে শিক্ষার্থীরা কি জানেন অথবা কতটুকু জানতে পারদর্শী।

৪. পৃথিবীর অনন্ত রহস্য হলো এর বোধগম্যতা...কিন্তু বাস্তবতা হলো একে বুঝে ওঠা অতিপ্রাকৃতিক ঘটনা।      

৫. আমি যদি আমার চুল-দাড়ির যত্ন নিতাম তাহলে আর নিজের মতো থাকতে পারতাম না।

৬. আমাদের মতো মানুষ, যারা পদার্থবিজ্ঞান বিশ্বাস করেন, তাদের কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের পার্থক্যটা স্থির ও অনমনীয় ভ্রমের চেয়ে বেশি কিছু নয়।

৭. কর্তৃত্বের প্রতি অচেতন শ্রদ্ধাবোধ সত্যের সবচেয়ে বড় শত্রু।

৮. ১৮-তে পা দেওয়ার আগে মনের নিচে জমে থাকা কুসংস্কারের মজুদ ছাড়া সাধারণ জ্ঞান আর বেশি কিছু নয়।

৯. প্রশংসার দুর্নীতিপরায়ণ প্রভাব থেকে বাঁচার একমাত্র উপায়টি হলো কাজে চলে যাওয়া।

১০. মানুষের অশুভ আত্মাকে বিনষ্ট করার চেয়ে প্লুটোনিয়ামের বৈশিষ্ট্য পাল্টে দেওয়া অনেক সহজ।

১১. দীর্ঘ জীবনে আমি একটি জিনিস শিখেছি: প্রকৃতির বিপরীতে পরিমাপকৃত আমাদের সব বিজ্ঞান আদিম যুগের ও শিশুসুলভ। কিন্তু এখন পর্যন্ত এটাই আমাদের সেরা সম্পদ হয়ে রয়েছে।

১২. কল্পনাশক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমিত। কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে।

আগামীনিউজ/নাসির