নিউইয়র্কের একটি সড়কের নাম এখন ‘বাংলাদেশ স্ট্রিট’

প্রবাস ডেস্ক মার্চ ২৯, ২০২৩, ১২:২৪ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি সড়ক ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামফলক উন্মোচন করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় রোববার দুপুর ২টায় বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন করা হয়। জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নবনির্বাচিত সিটি কাউন্সিলম্যান উপ-মহাদেশীয় বংশোদ্ভূত শেখর কৃষ্ণান এ নামফলক উন্মোচন করেন। 

এসময় জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাবেক ও বর্তমান কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

জ্যাকসন হাইটসের একটি সড়ক ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামকরণের জন্য প্রায় এক বছর ধরে জেবিবিএ সাবেক ও বর্তমান কর্মকর্তারা নানা তৎপরতা চালিয়ে আসছিলেন।

এসএস