যুক্তরাষ্ট্রে চুয়েট অধ্যাপকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২০, ২০২১, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক অভিজিৎ হীরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টার দিকে মারকিউট বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে তার মরদেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি অধ্যায়নরত ছিলেন।

চুয়েট অধ্যাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েট ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পিএইচডি ডিগ্রি নিতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ে যান চুয়েটের ইলেক্ট্রনিক্স ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হীরা। এরই মধ্যে তিনি পিএইচডি গবেষণার ১২টি পাবলিকেশন সম্পন্ন করেছেন। এই বছরই তার পিএইচডি ডিগ্রি অর্জন সম্পন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু আকস্মিকভাবে বৃহস্পতিবার তার মৃত্যুর ঘটনা ঘটে।

আগামীনিউজ/সোহেল