ফাহিমের খণ্ডবিখণ্ড মরদেহ, এখন পর্যন্ত যা জানা গেছে

নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২০, ১১:৫৮ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে খুন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফাহিমের ঘরে কয়েক টুকরায় কাটা একটি মরদেহ পায় স্থানীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি ফাহিমের। খুনের পর একটি ইলেকট্রিক করাত দিয়ে কাটা হয় ফাহিমের মরদেহ। 

ব্রিটেনের একাধিক গণমাধ্যম থেকে জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে নিজের বিলাসবহুল বাসায় স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে খুন হন ফাহিম। নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে একজন পুলিশ জানিয়েছেন, কোনো পেশাদার খুনি আগে থেকে পরিকল্পনা করে এই কাজ করেছে।

যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন ফাহিম। ফাহিম সালেহ বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও ছাড়াও নাইজেরিয়াতে ‘গোকান্ডা’ নামক আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেন। 

আগামীনিউজ/এমআর